শিরোনাম

South east bank ad

সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনায় সেরার স্বীকৃতি পেল নভোএয়ার

 প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনায় সেরার স্বীকৃতি পেল নভোএয়ার

অভ্যন্তরীণ রুটে সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনায় সেরা এয়ারলাইন হিসেবে ২০২৩ সালের ‘বেস্ট অন টাইম পারফরমেন্স এয়ারলাইন’ ক্যাটাগরিতে গোল্ড পুরস্কার পেয়েছে নভোএয়ার। এছাড়া বেস্ট ডমেস্টিক এয়ারলাইন, মোস্ট কাস্টমার ফ্রেন্ডলি এয়ারলাইন (ডমেস্টিক) ও বেস্ট ইন-ফ্লাইট সার্ভিস (ডমেস্টিক) ক্যাটাগরির প্রতিটিতে সিলভার পুরস্কার লাভ করেছে।

গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘শেয়ারট্রিপ-মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৩’ অনুষ্ঠানে এসব স্বীকৃতি পায় নভোএয়ার। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন আকাশ সেবাদানকারী সংস্থাটির হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেজবাউল ইসলাম।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই স্বীকৃতি আগামীর পথচলায় আমাদের উৎসাহ জোগাবে। নভোএয়ার শুরু থেকেই সম্মানিত যাত্রীদের সর্বোচ্চ সেবা দেয়ার জন্য বদ্ধপরিকর। নভোএয়ার সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনায় ও নিরাপদ ভ্রমণে যাত্রীদের বিশ্বস্ততা অর্জন করেছে। পূর্ণ যাত্রী সন্তুষ্টি ও উন্নততর সেবার প্রতিশ্রুতি আমাদের পরিচালনার সকল স্তরে অব্যাহত থাকবে।

নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, যশোর, সিলেট, রাজশাহী ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।

ভ্রমণ ও পর্যটন বিষয়ক পাক্ষিক ‘দি বাংলাদেশ মনিটর’ পরিচালিত আকাশপথে নিয়মিত ভ্রমণকারীদের অনলাইনে মতামত জরিপের ভিত্তিতে এ পুরস্কার দেয়া হয়। 

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: