বাগেরহাটে পল্লী উদ্যোক্তাদের ঋণ দিলো বিআরডিবি
এস এম সামছুর রহমান, (বাগেরহাট) :
এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে বিআরডিবি’র উদ্যোগে পল্লী উদ্যোগতাদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে করোনায় ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের মাঝে এই ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান।
বাগেরহাট বিআরডিবি উপ-পরিচালক মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, বাগেরহাট সদর উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা বিবেকানন্দ রায়, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান,তন্ময় কান্তি মিরবর, শম্ভুনাথ সাহা প্রমুখ।
বক্তারা বলেন, করোনা মহামারির মতো দুর্যোগপূর্ণ অবস্থায় সমস্যা মোকাবিলা ও পরবর্তীতে গ্রামীণ অর্থনীতি সচল রাখার লক্ষ্যে কাজ করছে সরকার। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের আওতায় পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন এবং কুটির, ক্ষুদ্র ও মাঝারী উদ্যোগতাদের মাঝে স্বল্প সেবা মূল্যে এসএমই ঋণ বিতরণ করা হচ্ছে।
বাগেরহাট জেলার ৮টি উপজেলায় ২২০জন পল্লী উদ্যোগতার মাঝে ২কোটি ৮১ লক্ষ ৯০ হাজার টাকা বিতরণ করা হবে। পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বাগেরহাট সদর উপজেলার আয়োজনে ৭ জন উদ্যোগতার মাঝে ১০ লক্ষ টাকার ঋণ বিতরনের মধ্যদিয়ে এর কার্যক্রম শুরু হয়।