শহিদ শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন শরীয়তপুর জেলা প্রশাসক
আজ ৫ই আগস্ট ২০২১ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭২তম জন্মবার্ষিকী।
জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালের সম্মুখে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করার মাধ্যমে দিবসটি পালনের শুভ সূচনা করেন শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়া পুস্পস্তবক অর্পণ করেন শরীয়তপুর পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান; জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে; শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান; জেলা পরিষদ, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শামীম হোসেন ; শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার; জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও অন্যান্য সুধীবৃন্দ।
পুস্পস্তবক অর্পণের পর গাছের চারাও বিতরণ করা হয়।