নাটোরে শহিদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বঙ্গবন্ধু ও শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ।
এসময় জেলার সকল দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ সহ সর্বস্তরের জনগণ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পুষ্পার্ঘ্য প্রদান শেষে শহিদ ক্যাপ্টেন শেখ কামালের বর্ণময় কর্মজীবন ও আদর্শ নিয়ে এক আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
নাটোর জেলা প্রশাসক এর সভাপতিত্বে উক্ত সভায় নাটোর পুলিশ সুপার, স্থানীয় সরকার উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।