শরীয়তপুরে শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি
বৃহস্পতিবার ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭২তম জন্মবার্ষিকী।
বিশেষ এই দিনটি উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন শরীয়তপুর জেলা প্রশাসন এর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শিশু-কিশোরদের মধ্যকার দাবা খেলা ও অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় এবং সেই সাথে কেক কাটা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।
পরে শরীয়তপুর জেলা প্রশাসক এঁর সভাপতিত্বে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। এতে সংযুক্ত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ এবং সুধিবৃন্দ।