খুলনা জেলা প্রশাসক কর্তৃক খাদ্য সমগ্রী বিতরণ এবং টিকা দান কর্মসূচি উদ্বোধন
আজ খুলনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান তালুকদার করোনায় কর্মহীন দলিত সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ৫০০ জনকে খাদ্য সমগ্রী বিতরণ করেন। খুলনা রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে আয়োজিত এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, স্থানীয় সরকার উপপরিচালক মোঃ ইকবাল হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী।
দিনের অপর এক কর্মসূচিতে জেলা প্রশাসক ২৫নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে আয়োজিত 'টিকা দান কর্মসূচি বাস্তবয়নের উদ্বোধনী অনুষ্ঠান'-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা এবং স্থানীয় সরকার উপপরিচালক মোঃ ইকবাল হোসেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আলী আকবর টিপু।