রাজবাড়ী জেলা প্রশাসনের কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে লার্নিং সেশনের আয়োজন
রাজবাড়ী জেলায় প্রশাসনের কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে লার্নিং সেশনের আয়োজন করা হয়।
গতকাল ৮ আগস্ট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ৯টায় এই লার্নিং সেশনের আয়োজন করা হয়। এ লার্নিং সেশনের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগম।
এই লার্নিং সেশনের বিষয় ছিল পরিবেশ রক্ষায় মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর তফসিলভুক্ত আইনসমূহের যথাযথ প্রয়োগ। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।