শিরোনাম

South east bank ad

নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর মানবিক সহয়তা বিতরণ

 প্রকাশ: ১০ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

নেত্রকোণায় স্বাস্থ্য বিধি মেনে জেলা প্রশাসন কোভিড-১৯ (করোনা ভাইরাস) পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ সহায়তা সামগ্রী বিতরণ করেছে।

নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার জেলা শহরের আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কোভিড-১৯ পরিস্থিতিতে চলমান বিধিনিষেধে ক্ষতিগ্রস্থ ১ হাজার জন স্বর্ণের দোকানের কর্মচারী, বাবুর্চি এবং দোকান শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজি মো. আবদুর রহমানের পক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ করে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার (সদর), স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: