শিরোনাম

South east bank ad

নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ১০ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

নেত্রকোণা জেলায় করোনা পরিস্থিতি, সার্বিক উন্নয়ন ও সাম্প্রতিক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজি মো. আবদুর রহমান।

নেত্রকোণায় কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণ, টিকা প্রদান কার্যক্রম, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ সোনার বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকারের গৃহীত নানা উন্নয়ন কর্মকাণ্ড, নেত্রকোণা জেলাকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা, বঙ্গবন্ধু চত্বর, বঙ্গবন্ধুর ম্যুরাল (চেতনার বাতিঘর), বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব উইমেন্স কর্ণার, নারীর উন্নয়ন, কৃষি উন্নয়ন, পর্যটন শিল্পের বিকাশসহ জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ সভায় সব ধরণের পরিকল্পনা বাস্তবায়নে নেত্রকোণার সর্বস্তরের মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: