রাজবাড়ীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মীদের মাসিক ৫ ঘন্টা প্রশিক্ষণ কর্মসূচি
রাজবাড়ীতে গতকাল মঙ্গলবার ১০ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ৯টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন কর্মকর্তা-কর্মচারিদের বাৎসরিক ৬০ ঘন্টা প্রশিক্ষণ কর্মসূচির আওতায় প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে কর্মশালা পরিচালনা করেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক দিলসাদ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহাবুর রহমান শেখ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়ন্তী রূপা রায়।
প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সব সহকারী কমিশনাররা এবং জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তারা।