শেরপুর ও ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার রদবদল
এইচ. এম জোবায়ের হোসাইন
প্রশাসন ক্যাডারের দুই সৎ চৌকস সুদক্ষ কর্মকর্তা ও দুই উপজেলা নির্বাহী অফিসারকে রদবদল করা হয়েছে। বিভাগের শেরপুর জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুনকে বদলী করে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন এবং ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানকে শেরপুর সদর উপজেলায় পদায়ন করা হয়েছে। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ^াস গত ৯ আগষ্ট স্বাক্ষরিত প্রজ্ঞাপণে এই বদলীর আদেশ দেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মোহাম্মদ ফিরোজ আল মামুন ঢাকা বিশ^বিদ্যালয় সমাজবিজ্ঞানে কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স পাশ করার পর ৩১তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে চাকরি শুরু করেন। তার নিজ এলাকা জেলা টাঙ্গাইল মির্জাপুর উপজেলা। মোহাম্মদ ফিরোজ আল মামুনের সহধর্মিনী কৃষিবিদ তৌফিকুর নাহার বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় (বাকৃবি) থেকে কৃষি বিষয়ে কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স পাস করে এখন গাজীপুরে জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমীর (নাটা) সিনিয়র সহকারি পরিচালক পদে চাকরি করছেন।
সূত্রে জানা আরো জানা গেছে, মোস্তাফিজুর রহমান সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে ইংরেজী বিষয়ে কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স পাস করে ৩১তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে চাকরি শুরু করেন। তার সহধর্মিনী ঝিনুতারা আহমেদ চট্রগ্রাম বিশ^বিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স পাস করে এখন ঢাকা মিরপুর কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অধ্যাপনা করছেন। তারা একমাত্র পূত্র সন্তানের জনক-জননী। মোস্তাফিজুর রহমানের নিজ এলাকা নেত্রকোণা জেলার আটপাড়া।
এদিকে প্রশাসন ক্যাডারের দুই সৎ গুণী ও সুদক্ষ কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুনকে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এবং মোস্তাফিজুর রহমানকে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করায় বিভিন্ন ব্যক্তিবর্গ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন।