নাটোরে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনায় ক্ষতিগ্রস্ত নাটোর জেলায় কর্মরত সাংবাদিকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দ্বিতীয় পর্যায়ের বিশেষ আর্থিক সহায়তার চেক আজ বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলার ১৩ জন সাংবাদিকের প্রত্যেককে আর্থিক সহায়তার ১০ হাজার টাকার চেক তুলে দেন নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নাটোর পৌরসভার মেয়র, জর্জ কোর্টের বিজ্ঞ পিপি, জেলা তথ্য অফিসার সহ সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য যে, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে প্রথম দফায় নাটোর জেলায় ইতোমধ্যে ৩২জন সাংবাদিককে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।