অসহায় মানুষের জন্য ঢাকা জেলা প্রশাসনের আগস্ট মাসব্যাপী খাদ্য বিতরণ কর্মসূচি
করোনাভাইরাস জনিত কারণে কর্মহীন নিম্ন আয়ের এবং অসহায় মানুষের মাঝে ঢাকা জেলা প্রশাসন কর্তৃক আগস্ট মাসব্যাপী খাদ্য বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই সোনার বাংলায় একজন মানুষও না খেয়ে থাকবে না- এই মহান ব্রতকে সামনে রেখে উল্লিখিত খাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজকে এই খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সন, প্রধান আলোচক ঢাকা-৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনু সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
যথাযথ সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে খাদ্য বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। করোনা ভাইরাস মহামারিতে ঢাকা জেলা প্রশাসন কর্তৃক কর্মহীন, দুস্থ, অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।