নড়িয়ায় গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও সাইকেল বিতরণ করেন শরীয়তপুর জেলা প্রশাসক
আজ শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা পরিদর্শন করেন শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
এসময় তিনি নড়িয়া উপজেলার গ্রাম পুলিশদের (দফাদার ও মহল্লাদার) মাঝে পোশাক ও সাইকেল বিতরণ করেন। সারা দেশের ন্যায় শরীয়তপুর জেলায় এবছরই প্রথমবারের মতো গ্রামপুলিশদের সাইকেল প্রদান করা হলো।
এসময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার রাশেদউজ্জামান; ভারপ্রাপ্ত কর্মকর্তা, নড়িয়া থানা; উপজেলার সরকারি কর্মকর্তাবৃন্দ; স্থানীয় জনপ্রতিনিধিগণ এবং সাংবাদিকবৃন্দ।