শিরোনাম

South east bank ad

নবাবগঞ্জ উপজেলায় ঢাকা জেলা প্রশাসনের সচেতনতামূলক সভা

 প্রকাশ: ২৫ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

ঢাকা নবাবগঞ্জ উপজেলায় নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘরসমূহের নির্মাণ কার্যক্রম গতকাল মঙ্গলবার ২৪ আগস্ট ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম পরিদর্শন করেন।


এ সময় নবাবগঞ্জ উপজেলার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে করোনা, মাদক, যৌতুক, বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদবিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা প্রশাসক।


এ সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এইচ এম সালাউদ্দীন মনজু। সহকারী কমিশনার ভূমি, উপজেলা চেয়ারম্যান, ভারপ্রাপ্ত কর্মকর্তা নবাবগঞ্জ থানা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।


এছাড়াও জেলা প্রশাসক ঢাকা নবাবগঞ্জ উপজেলায় নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘরসমূহের নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।


এসময় জেলা প্রশাসক মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সামগ্রী বিতরণ করেন।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: