নাটোর জেলার শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অধ্যক্ষ ও শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা
নাটোর জেলার উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সমন্বয়ে আজ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শামীম আহমেদ, জেলা প্রশাসক, নাটোর।
জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ রমজান আলী আকন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ নাদিম সারওয়ার, গোল-ই আফরোজ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এইচ খালেদ, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম মাওলা খান সহ প্রমুখ।