শিরোনাম

South east bank ad

প্রধানমন্ত্রীর উপহার পেলেন ময়মনসিংহের ৭৫ সাংবাদিক

 প্রকাশ: ২৫ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

এইচ এম জোবায়ের হোসাইন

করোনাকালে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ময়মনসিংহের ৭৫ জন সাংবাদিক পেয়েছেন ১০ হাজার করে টাকা। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে থেকে এই অর্থ সহায়তা দেয়া হয়েছে।

বুধবার (২৫ আগষ্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার এই চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, সাংবাদিকরা করোনাকালে সামনের সাড়িতে থেকে অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করছেন এবং অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন।প্রধানমন্ত্রীর এই উপহার পাওয়া প্রমাণ করে যে, সরকারের সবদিকে নজর আছে। সরকার সবার জন্যেই কাজ করছে।

জেলা প্রশাসন আয়োজিত এই চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম।বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম গালিভ খান, ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি এজেড এম ইমাম উদ্দিন মুক্তা ও সাধারণ সম্পাদক বাবুল হোসেন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন ও সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, এএইচ এম মোতালেব, অমিত রায় ওময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমূক।

করোনাকালে এই উপহার দেয়ার জন্য সাংবাদিক নেতৃবৃন্দপ্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন ।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: