জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে পোনা অবমুক্তিকরণ কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর জেলা প্রশাসক
"বেশি বেশি মাছ চাষ করি/ বেকারত্ব দূর করি"
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ (২৮ আগস্ট - ৩ সেপ্টেম্বর) উদ্বোধন উপলক্ষে রবিবার (২৯ আগস্ট) আনুষ্ঠানিক ভাবে ডিসি পার্কের লেকে পোনা অবমুক্ত করা হয়। নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ উপস্থিত থেকে পোনা অবমুক্তিকরণ কার্যক্রমের শুভ সূচনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সাংবাদিক সহ সংশ্লিষ্টজন।
এছাড়া জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ এর উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ মৎস্যচাষীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়েছে। জেলা মৎস্য অফিসারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ উপস্থিত ছিলেন।