শিরোনাম

South east bank ad

ডুমুরিয়া উপজেলায় আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

 প্রকাশ: ৩০ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

রবিবার (২৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম খুলনা জেলা সফর করেন। সফরকালে তিনি খুলনার ডুমুরিয়া উপজেলায় আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করেন। ডুমুরিয়ার কাঠালতলায় তিনি গাছের চারা রোপন ও মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

খুলনা জেলা প্রশাসকের কার্যালয় এর সম্মেলন কক্ষে সিনিয়র সচিব জেলা প্রশাসনের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি এবং সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান তালুকদার। অতঃপর খুলনা সার্কিট হাউজে খুলনা বিভাগের দশ জেলার জেলা প্রশাসকবৃন্দের সাথে মতবিনিময় করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব। বিকালে সিনিয়র সচিব বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টারের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: