১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মধ্যে মাসব্যাপী খাদ্য বিতরণ কর্মসূচি
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল সোমবার ৩০ আগস্ট ২০২১ইং তারিখে ঢাকা জেলা প্রশাসন আয়োজিত ও ঢাকা পূর্বাঞ্চল প্রেসক্লাবের ব্যবস্থাপনা পরিচালনায় নিম্ন আয়ের মানুষের মধ্যে মাসব্যাপী খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডিভিসি নিউজ ।
এতে আরও উপস্থিত ছিলেন এবং প্রধান আলোচক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনু, মাননীয় সংসদ সদস্য, ঢাকা-৫।
স্বাস্থ্য বিধি মেনে এই কার্যক্রম পরিচালনা করা হয়।