নরসিংদীতে কোভিড-১৯ প্রতিরোধে জনসচেতনতা তৈরি ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
মঙ্গলবার (৩১ আগস্ট) বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, নরসিংদী জেলা শাখার উদ্যোগে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূঞা স্টেডিয়াম থেকে ভেলানগর মোড় পর্যন্ত কোভিড-১৯ প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
এসময় করোনার প্রকোপ হ্রাসে আবশ্যিকভাবে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।