শিরোনাম

South east bank ad

নরসিংদী জেলা প্রশাসক এঁর পলাশ সফরঃ উপজেলা কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য কমপ্লেক্স এবং ভূমি অফিস পরিদর্শন"

 প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

মঙ্গলবার (৩১ আগস্ট) নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে পলাশ উপজেলা সফর করেন। এসময় তিনি গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।

তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্মানাধীন ম্যানিফোল্ড অক্সিজেন সিস্টেমসহ অন্যান্য স্থাপনা ঘুরে দেখেন। পরবর্তীতে তিনি উপজেলা ভূমি অফিসের সংস্কারকৃত ভবনের শুভ উদ্বোধন করেন এবং অফিস প্রাঙ্গণে বৃক্ষের চারা রোপন করেন।

এসময় তিনি প্রান্তিক পর্যায়ে মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ এবং ভূমি সেবা প্রদান সংক্রান্ত নিয়মিত কার্যক্রম যথাযথভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: