খুলনায় জেলা ও মহানগর করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর, ২০২১) খুলনা জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে জেলা ও মহানগর করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনা জেলার পুলিশ সুপার; সিভিল সার্জন; খুলনা মেট্রোপলিটন পুলিশ এর উপ-পুলিশ কমিশনার; খুলনা মেডিকেল কলেজ এর ভাইস প্রিন্সিপাল; খুলনা স্থানীয় সরকার উপ-পরিচালক; খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক; প্রেস ক্লাবের সভাপতিসহ জেলা ও মহানগর করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ।