মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্মাণ হচ্ছে বঙ্গবন্ধু চত্বর
মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাস্তার অপর পাশে পুকুরের উপর নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু চত্বর। তারই কাজের অগ্রগতি ও কারিগরি অন্যান্য বিষয়ে আলোচনা ও সরেজমিন পরিদর্শন করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধকে অম্লান করে রাখতে এ মহৎ কাজটি বাস্তবায়ন করছে মানিকগঞ্জ জেলা পরিষদ।
বঙ্গবন্ধু চত্বর পরিদর্শনকালে চেয়ারম্যান, জেলা পরিষদ, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, জেলা পর্যায়ে ইঞ্জিনিয়ারিং দপ্তরসমূহের নির্বাহী প্রকৌশলীসহ নির্মাণ বাস্তবায়ন কমিটির সদস্যরা উপস্থিত থেকে মুল্যবান মতামত দেন।