মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের পরামর্শ
সারাদেশে সরকারি সিদ্ধান্ত অনুসারে শিগগিরই চালু করা হবে স্কুল-কলেজে সশরীরে পাঠদান কার্যক্রম। তারই অংশ হিসেবে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের নির্দেশনা মোতাবেক পরিদর্শন করা হচ্ছে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানসমূহ।
এসময় প্রতিষ্ঠান প্রধান ও অন্যান্য শিক্ষকবৃন্ধকে সরকারি নির্দেশনাসমূহ যথাযথভাবে পরিপালনসহ প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয় এবং শ্রেনিকক্ষসমূহ সরেজমিন পরিদর্শন করা হয়।
স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিয়ে আপনার সন্তানকে স্কুলে পাঠান। শিক্ষার্থীদের কল-কাকলিতে আবারও মুখরিত হোক সবার প্রিয় শিক্ষাঙ্গন।