খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
'আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, ২০২১' উদযাপন উপলক্ষে বুধবার (৮ সেপ্টেম্বর, ২০২১) খুলনা জেলা প্রশাসকের কার্যালয় এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
'Literacy for human-centred recovery; Narrowing the digital divide' এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান তালুকদার।
খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন উপপরিচালক (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা), জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, প্রেস ক্লাবের সভাপতি, সাবেক মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো'র সহকারী পরিচালকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, এনজিও'র প্রতিনিধিগণ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।