মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জে গতকাল রোববার ১২ সেপ্টেম্বর ২০২১ইং তারিখ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজী নাহিদ রসুল। সভা শেষে তিনি মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়াম পরিদর্শন করেন এবং খেলোয়াড়দের খবর নেন।
ক্রীড়াক্ষেত্রে মুন্সীগঞ্জ জেলা যাতে আরও উজ্জ্বল ভূমিকা রাখতে পারে সে ব্যাপারে জেলা প্রশাসক নানা দিকনির্দেশনা দেন। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), পুলিশ সুপারের প্রতিনিধি, মেয়র, মুন্সীগঞ্জ সদর পৌরসভা, জেলা ক্রীড়া ক্রীড়া কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।