বান্দরবানে মা ও শিশু স্বাস্থ্যসেবা উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা শীর্ষক অ্যাডভোকেসি সভা
বান্দরবানে জেলা প্রশাসন, পার্বত্য জেলার আয়োজনে এবং ইউএসএআইডির সহায়তায় মা ও শিশু স্বাস্থ্যসেবা উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা শীর্ষক অ্যাডভোকেসি সভা আজ বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বান্দরবান পার্বত্য জেলার ডেপুটি সিভিল সার্জন, মেয়র, বান্দরবান পৌরসভা, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যসেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক স্থাপন প্রধানমন্ত্রীর একটি সুচিন্তিত পদক্ষেপ।
বর্তমানে বাংলাদেশে ১৩ হাজারের বেশি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এসব ক্লিনিকের মাধ্যমে মা ও শিশুর স্বাস্থ্যসেবা, প্রজননস্বাস্থ্য, পরিবার পরিকল্পনাসেবা, টিকাদান কর্মসূচি, পুষ্টি, স্বাস্থ্যশিক্ষা, পরামর্শসহ বিভিন্ন সেবা দেওয়া হয়।
স্বাস্থ্য সহকারীরা তাদের দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে কমিউনিটি ক্লিনিকে সেবা দিচ্ছেন।তারা দেশের তৃণমূল পর্যায়ে দরিদ্র মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন। স্থানীয় জনগণের প্রতিনিধিরা এই স্বাস্থ্যসেবাকেন্দ্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।