নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের অনন্য উদ্যোগ
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের অনন্য উদ্যোগ অত্র উপজেলার ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে 'এবসুলেন্ট কাউন্সেলিং সেন্টারসহ' অফিসার্স ক্লাব, অফিসার্স জিম ও ব্যাডমিন্টন কোটের শুভ উদ্বোধন করা হয়েছে।
গত শুক্রবার ২৪ সেপ্টেম্বর সকালে বন্দর উপজেলা পরিষদের অডোটিরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
এ সময় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা ২০৪১ সালে উন্নত দেশ গড়ে তুলবো। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা হয়তো থাকবো না, আমাদের জায়গায় কিন্তু তোমরাই থাকবে। ভবিষ্যতে তোমাদের আমার লাগবে। তোমাদেকে এখন থেকে ওইভাবে প্রিপারেশন নিতে হবে। মনে করো তোমরা প্রধানমন্ত্রী হলে, তোমাদের পায়ে ব্যথা, মাথায় ব্যথা, আমরা কি এমন প্রধানমন্ত্রী দিয়ে আগাতে পারবো। আমরা এমন একটা প্রধানমন্ত্রী চাই যে শরীরে ও মনে শক্তিশালী হবে। আমরা এমন একটা ওসি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাই যে সাংগঠনিকভাবে সুসংগঠিত। আমরা এমনভাবে তোমাদের গড়ে তুলতে চাচ্ছি।
বন্দর উপজেলা নির্বাহি অফিসার শুক্লা সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ- পরিচালক (উপসচিব), স্থানীয় সরকার ফাতেমাতুল জান্নাত, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল মতিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।