শরীয়তপুরে নতুন ঘর পেলেন ফিরোজা বেগম
শরীয়তপুরে অন্যের বাড়িতে ছাগলের ঘরে দুই প্রতিবন্ধী সন্তানকে নিয়ে থাকা সেই ফিরোজা বেগম পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের নতুন ঘর। জেলা প্রশাসক মো. পারভেজ হাসান উপস্থিত থেকে গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া ঘর নিজ হাতে তার কাছে হস্তান্তর করেন।
ফিরোজা বেগম (৫০) তার শারীরিক দুই প্রতিবন্ধী সন্তান সোহাগ (২৫) ও ইমন (২০) কে নিয়ে অন্যের বাড়িতে একটি জরাজীর্ণ ছাগলের ঘরে থাকতেন। যেখানে একটু বৃষ্টি হলেই চাল দিয়ে গড়িয়ে পড়ত পানি। কোথায়ও আবেদন করেও পাননি সরকারি ঘর। এভাবেই মানবেতর জীবনযাপন করতেন ফিরোজা তার প্রতিবন্ধী দুই সন্তানকে নিয়ে। স্ত্রী সন্তানকে ছেড়ে অনেক আগেই ছেড়ে চলে যান স্বামী রুহুল আমিন।
এ নিয়ে একটি দৈনিকে খবর প্রকাশিত হয়। সংবাদটি ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের নজরে আসলে তিনি খোঁজ-খবর নিয়ে প্রতিবন্ধী ফিরোজা বেগমকে ডামুড্যা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহারের নতুন গৃহ নির্মাণের আশ্বাস দেন।
বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া ঘরটি শরীয়তপুর জেলা প্রশাসক মো. পারভেজ হাসান নিজে ফিরোজা বেগমের কাছে হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান সবুজ, সহকারী কমিশনার সবিতা সরকার, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ডামুড্যা প্রেস ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল উপস্থিত ছিলেন।
ঘর পেয়ে আনন্দে আত্মহারা ফিরোজা বেগম বলেন, আমার ঘর ছিল না। জরাজীর্ণ একটি ঘরে পরিবার নিয়ে থাকতাম।
ডামুড্যা প্রেস ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল আমার কষ্ট দেখে সংবাদ করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ঘর দিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনারে আল্লাহ্ ভালো রাখুক।
জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেন, মুজিববর্ষে কোনো পরিবার গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এমন দিক নির্দেশনায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। ফিরোজা বেগমকে নিয়ে সংবাদটি খুব হৃদয়স্পর্শী ছিল।