গাইবান্ধায় ৭ কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা
গাইবান্ধায় আজ শনিবার ২৫ সেপ্টেম্বর ২০২১ইং তারিখ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সাত জন কর্মচারীকে সম্মেলন কক্ষে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন। এসময় জেলা প্রশাসনের সকলস্তরের কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
অবসরপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. জাহাংগীর আলম, উচ্চমান সহকারী, রেকডরুম শাখা; মো. আব্দুস সামাদ, অফিস সহকারী, রেকডরুম; মো. জহুরুল হক, হিসাব সহকারী, জেনারেল সার্টিফিকেট শাখা; মো. লুতফর রহমান, কপিস্ট, আমলি আদালত-২; মো. নুরুল ইসলাম, জারিকারক, নেজারত শাখা; মো. আ. রশিদ সরকার, অফিস সহায়ক, জেলা প্রশাসকের গোপনীয় শাখা; মো. আমজাদ হোসেন, অফিস সহায়ক, নেজারত শাখা।