রাজবাড়ীতে তরুণ-তরুণীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করার লক্ষ্যে কর্মশালা
রাজবাড়ীতে গতকাল শনিবার ২৫ সেপ্টেম্বর ২০২১ইং সকাল ১১টায় জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পূর্ব পাড়ার বিশেষ কমিউনিটির (ব্রোথেল) তরুণ-তরুণীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করে কর্মে নিয়োজিত বা স্বাবলম্বী করে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কেকেএস বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফকীর আব্দুল জব্বার, চেয়ারম্যান জেলা পরিষদ, রাজবাড়ী, মো. মাহাবুর রহমান শেখ,অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক), গোলাম মোস্তফা, চেয়ারম্যান, উপজেলা পরিষদ , গোয়ালন্দ, অধ্যক্ষ, টিটিসি, রাজবাড়ী, উপ-পরিচালক সমাজসেবা অধিদপ্তর, রাজবাড়ী, উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজবাড়ী, সহকারী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তরসহ অন্যান্য অতিথিরা।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজিজুল হক, উপজেলা নির্বাহী অফিসার, গোয়ালন্দ। প্রশিক্ষণ গ্রহণেচ্ছুদের সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য জেলা প্রশাসক ও উপস্থিত অতিথিরা প্রত্যয় ব্যক্ত করেন।