নাটোর সদর হাসপাতালে অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান অনুষ্ঠান
রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর গতকাল ২৯ সেপ্টেম্বর বুধবার নাটোর জেলা সফর করেছেন।
সফরকালে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের কয়েকটি শাখা পরিদর্শন করেন এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পক্ষ থেকে নাটোর সদর হাসপাতালে অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
পাশাপাশি তিনি কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, নাটোর দর্শন করেন। অতঃপর তিনি গুরুদাসপুর উপজেলা ভ্রমণ করেন এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, মশিন্দা ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
এসময় তিনি মশিন্দা ইউনিয়ন পরিষদে আয়োজিত জন্ম-মৃত্যু নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করেন এবং আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনসহ এর বাসিন্দাদের স্বাবলম্বী করার বিভিন্ন উদ্যোগ ঘুরে দেখেন।
এসব পরিদর্শনকালে তার সঙ্গে নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসকরা, উপজেলা নির্বাহী অফিসার, গুরুদাসপুরসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।