রাঙ্গামাটি পার্বত্য জেলা ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ উদযাপন
জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বাড়াতে আজ শনিবার ২ অক্টোবর ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ উদযাপিত হচ্ছে।
এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ,”অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা”, “Productivity for Irresistible Advancement”. দিবসটি উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান জেলা প্রশাসক, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা মৎস কর্মকর্তা, কৃষি প্রকৌশল কর্মকর্তা, সহকারী কমিশনাররা, উপ-পরিচালক জেলা পরিসংখ্যান অফিস, যুব উন্নয়ন কর্মকর্তা, অধ্যক্ষ টিটিসি, ব্রাক ও সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন।