মানিকগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১ উদ্বোধন
"শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি" এ প্রতিপাদ্য নিয়ে গতকাল সোমবার ৪ অক্টোবর ২০২১ তারিখ জেলা প্রশাসকের কার্যালয়, মানিকগঞ্জের সম্মেলন কক্ষে বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১-এর উদ্বোধন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা শিশু বিষয়ক কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এতে অন্যতম মূল আকর্ষণ হিসেবে এসময় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ এস কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী কাজী আতিকা তাজ শোভা।