রাজবাড়ীতে উপজেলা পর্যায়ে ই-নথি বাস্তবায়নে দুইদিন ব্যাপী প্রথম ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচি
রাজবাড়ী জেলা প্রশাসন ও এটুআই কর্তৃক উপজেলা পর্যায়ে ই-নথি বাস্তবায়ন এবং কার্যক্রম বাড়ানো সংক্রান্ত দুইদিন ব্যাপী প্রথম ব্যাচের (পাংশা উপজেলা) প্রশিক্ষণ গতকাল সোমবার ৪ অক্টোবর ২০২১ইং তারিখ উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম।
উদ্বোধনী পর্বে ই-নথির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন সূবর্ণা রাণী সাহা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), রাজবাড়ী। ১ম ব্যাচে পাংশা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের ২৫ জন কর্মকর্তা/কর্মচারী প্রশিক্ষণ নিয়েছেন।