আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে রংপুর জেলা প্রশাসনের আলোচনা সভা
আসন্ন দুর্গাপূজা- ২০২১ যথাযোগ্য মর্যাদা ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে আজ (৫ অক্টোবর, ২০২১) বেলা ৪টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয় এর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রংপুর জেলার জেলা প্রশাসক মোঃ আসিব আহসান এর সভাপতিত্বে উৎসবকালীন জেলার আইন-শৃঙ্খলা ও প্রাসঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে আয়োজিত প্রস্তুতিমূলক এ সভায় সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ জেলা- উপজেলার পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা- কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে আড়ম্বরপূর্ণভাবে শারদীয় দুর্গা উৎসব পালনে জেলার সকল ধর্মাবলম্বীর জনগণকে আহবান জানানো হয়।