মানিকগঞ্জে নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম বিষয়ক কর্মশালা
মানিকগঞ্জে গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়, সম্মেলন কক্ষে নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন কর্মশালা আয়োজিত হয়।
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধান চন্দ্র কর্মকার, মহাপরিচালক, গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা।
উক্ত কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপজেলা নির্বাহী অফিসার (সদর), জেলার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিরা, সাংবাদিক, নারী ও শিশু বিষয়ক কর্মকাণ্ড পরিচালনাকারী সরকারি বা বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ওই কর্মশালার সঞ্চালনায় ছিলেন নুর হোসেন, জেলা তথ্য অফিসার, মানিকগঞ্জ।
জেলা প্রশাসনের সার্বিক সহায়তায় কর্মশালার আয়োজনে ছিলেন জেলা তথ্য অফিস, মানিকগঞ্জ।