সিরাজগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
আগামী ১২ ও ১৩ অক্টোবর সিরাজগঞ্জ জেলায় এটুআই প্রোগ্রাম এর সহযোগিতায় জেলা ব্যান্ডিং ও গ্রামীণ ই-কমার্স উদ্যোক্তাদের ০২ (দুই) দিন ব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা অনু্ষ্ঠিত হবে।
উক্ত প্রশিক্ষণে সিরাজগঞ্জ জেলার ব্রান্ড পণ্য তাঁত নিয়ে কাজ করছেন এমন সকল উদ্যোক্তা যারা অনলাইনে তাদের পণ্য বিক্রির ক্ষেত্রে আগ্রহী, এছাড়াও গ্রামীণ ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, ক্ষুদ্র উদ্যোক্তাগণ, টুরিজম এসোসিয়েশনের সদস্যসহ বিভিন্ন ক্যটাগরির সদস্যগণের সমন্বয়ে ০২ (দুই) দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হবে।
উক্ত কর্মশালায় অংশগ্রহণ করতে ইচ্ছুক সদস্যগণকে ০৯ অক্টোবরের মধ্যে জেলার ফেসবুক পেজে ম্যাসেজে নক করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার (আইসিটি), ০১৩০৫-৩৮০৫৯২ এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।