মুন্সীগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা
মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলায় গতকাল শনিবার ৯ অক্টোবর একযোগে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় প্রায় ১৩ লাখ ২০ হাজার মিটার অবৈধ জাল, কয়েকটি মাছ ধরার ভেসেল এবং নৌকা ও ইলিশ মাছ আটক করা হয় এবং বিনষ্ট করা হয়।
জড়িতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মৎস্য বিভাগ, কোস্ট গার্ড, পুলিশ বাহিনীর সহায়তায় এ অভিযান পরিচালিত হয়েছে।
জনসচেতনতায় জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।