South east bank ad

নোয়াখালীতে 'মুক্তির গল্প বলি' অনুষ্ঠান

 প্রকাশ: ১০ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধ বাঙ্গালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই বীরত্ব গাঁথা অধ্যায়ের রচয়িতা বীর মুক্তিযোদ্ধারা। তাদের মুখ থেকে মুক্তিযুদ্ধের গল্প বা ইতিহাস শুনতে পাওয়া এক অনন্য প্রাপ্তি।


নোয়াখালীর স্কুল-কলেজের শিশু, কিশোরদের এ সুযোগ করে দিতে জেলা প্রশাসন, নোয়াখালী গতকাল শনিবার ৯ সেপ্টেম্বর ২০২১ইং তারিখ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজন করেছিল 'মুক্তির গল্প বলি' অনুষ্ঠানের।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম, সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন-৩৩।


এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত, সাবেক সংসদ সদস্য ও বৃহত্তর নোয়াখালী মুক্তিযোদ্ধা কমান্ডার (মুজিব বাহিনী)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো. জসিম উদ্দিন, অধ্যক্ষ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী এবং সভাপতিত্ব করেন মোহাম্মদ খোরশেদ আলম খান, জেলা প্রশাসক, নোয়াখালী।


এ অয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় বিকশিত হবে।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: