South east bank ad

ধামরাইয়ে ইমাম ও কাজীদের সাথে মতবিনিময় করলেন ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম

 প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

স্টাফ রির্পোটার

গতকাল বুধবার (১৩ অক্টোবর) ধামরাই উপজেলার ইমাম ও কাজীদের সাথে মতবিনিময় সভা করেছেন ঢাকা জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের বিস্তার রোধে সবাইকে আরও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান। একইভাবে, হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করেন এবং আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতির খোঁজ-খবর নেন।

ছাড়াও তিনি ধামরাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ধামরাই সহকারী কমিশনার (ভূমি)‘র কার্যালয়, ধামরাই থানা প্রভৃতি পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। আশ্রয়ন প্রকল্প পরিদর্শন কালে যারা ঘরে উঠেছেন, তাদের সাথে কথা বলেন।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: