স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্সের (২য় ব্যাচ) উদ্বোধন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্সের (২য় ব্যাচ) উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
উক্ত অনুষ্ঠানে জননিরাপত্তা বিভাগের প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা এবং অফিস সহকারী ও কম্পিউটার মুদ্রাক্ষরিকদের সমন্বয়ে ৩০ জনের একটি ব্যাচ দাপ্তরিক বিভিন্ন বিষয় এবং বান্দরবান পার্বত্য জেলার ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ লাভ করবেন।
জেলা প্রশাসক প্রশিক্ষণার্থীদের শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা বজায় রেখে প্রশিক্ষণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য অনুরোধ করেন।