নারায়ণগঞ্জে শেখ রাসেল দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, দোয়া, সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
শেখ রাসেল দিবসের অনুষ্ঠানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, আমাদের প্রত্যেকটি শিশু তার পিতৃস্নেহে ও মাতৃস্নেহে বিকশিত হওয়ার সুযোগ যেন পায়, তার মতো আর কোন শিশু যেন ঘাতকের বুলেটে নিহত না হয়। আর এই প্রজন্মের শিশুরা হোক শেখ রাসেলের মতই অদম্য আত্মবিশ্বাসী। আজ সোমবার ১৮ অক্টোবর বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন।
দিবসটি সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পুষ্পস্তবক অর্পণ, দোয়া অনুষ্ঠান, সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে পালন করে।
সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বেলুন উড়িয়ে দিনটি শুভ সূচনা করা হয়। এসময় তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।
পরে কেন্দ্রীয় অনুষ্ঠান উপভোগের পাশাপাশি আলোচনা অনুষ্ঠান ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে আজ বিভিন্ন হাসপাতাল, জেলখানা ও শিশুসদনসমূহ উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।