গাজীপুরের ভাওয়াল সম্মেলন কক্ষে শেখ রাসেলের স্মরণে আলোচনা সভা
আজ ১৮ অক্টোবর ২০২১ইং তারিখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকীতে শেখ রাসেল দিবস-২০২১ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুরের ভাওয়াল সম্মেলন কক্ষে শেখ রাসেলের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জুম প্রযুক্তির মাধ্যমে উপস্থিত ছিলেন আ ক ম মোজাম্মেল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস. এম. তরিকুল ইসলাম, জেলা প্রশাসক, গাজীপুর।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিল আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, গাজীপুর, জাকির হাসান, উপ-পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, ডা. খায়েরুজ্জামান, সিভিল সার্জন, গাজীপুর, আবুল কালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গাজীপুর, নাসরীন পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, গাজীপুর, অঞ্জন কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), গাজীপুর, জনাব নন্দিতা মালাকার, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা পুলিশ, গাজীপুর।
আলোচনা সভা শেষে অত্র দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করেন এস. এম তরিকুল ইসলাম, জেলা প্রশাসক, গাজীপুর।
এর আগে শিশুদের সঙ্গে নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক এবং ইসরাত জিনাত, সভাপতি লেডিস ক্লাব, গাজীপুর।
এসময় জেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।