শরীয়তপুরে জেলা প্রশাসনের পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৩ হিজরি উদযাপন উপলক্ষে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ভূমিকা শীর্ষক আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২০ অক্টোবর) আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান, শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মুনির আহমেদ খান।
সভায় সভাপতিত্ব করেন শরীতপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাখাওয়াত হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই, জেলা পর্যায়ের কর্মকর্তাগণ এবং বিভিন্ন মসজিদের ইমামগণ। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়।