বান্দরবান পার্বত্য জেলায় "বাল্যবিবাহ নিরোধ ও প্রতিরোধের উদ্দেশ্যে সচেতনতা সৃষ্টি" শীর্ষক অনুষ্ঠান
ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ), বান্দরবান আয়োজিত "বাল্যবিবাহ নিরোধ ও প্রতিরোধের উদ্দেশ্যে সচেতনতা সৃষ্টি" শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জুম প্লাটফর্মে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। ডিপিএফ কমিটির সভাপতি অং চ মং এর সভাপতিত্বে উক্ত সভায় বিশেষে অতিথি হিসেবে সিভিল সার্জন অংসুইপ্রু মারমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল উপস্থিত ছিলেন।
বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি যা শিশুর স্বাভাবিক বিকাশকে ব্যাহত করে এবং তার অগ্রযাত্রায় প্রতিবন্ধক হিসেবে কাজ করে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বান্দরবান পার্বত্য জেলায় বাল্যবিবাহ নিরোধকল্পে আইনের প্রয়োগের পাশাপাশি সচেতনতা সৃষ্টির জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান। টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ অর্জনের লক্ষ্যে বাল্যবিবাহ রোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তিনি উপস্থিত সবাইকে অবহিত করেন।