নোয়াখালীতে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান
নোয়াখালীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (স.) যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যে উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, 'মহানবী (স.)-এর আদর্শ ও আমাদের করণীয়' শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ খোরশেদ আলম খান, জেলা প্রশাসক, নোয়াখালী এবং সভাপতিত্ব করেন মো. রেজ্জাকুল হায়দার, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, নোয়াখালী।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন তারিকুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নোয়াখালী, ইসরাত সাদমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নোয়াখালী, পেশ ইমাম, নোয়াখালী জেলা জামে মসজিদসহ অনান্য ব্যক্তিরা।