নাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
মো: রবিউল ইসলাম, (নাটোর):
'গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।
দিবসটি উপলক্ষে নাটোর জেলা প্রশাসন এবং বিআরটিএ নাটোর সার্কেলের আয়োজনে শুক্রবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, বিআরটিএ নাটোর সার্কেলের সহকারী পরিচালক রাশেদুজ্জামান, নাটোর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম সহ বিভিন্ন শ্রমিক-মালিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, নিরাপদ সড়কের জন্য রাস্তা সংস্কার করা, বিআরটিএর লাইসেন্স পেতে সহজিকরণের পাশাপাশি চালক এবং সাধারণ মানুষের সচেতন হতে হবে। তবেই সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব হবে।