নারায়ণগঞ্জে নির্মাণ হচ্ছে স্বপ্নের ডিসি থিম পার্ক
এগিয়ে যাচ্ছে স্বপ্নের ডিসি থিম পার্ক। মুজিবশতবর্ষে নারায়ণগঞ্জের ইকোট্যুরিজমকে এগিয়ে নিতে নির্মাণ করা হচ্ছে নান্দনিক ডিসি থিম পার্ক। দৃষ্টিনন্দন ল্যান্ডস্কেপে এখানে স্থান পাবে একটি চমৎকার জামদানি ফোয়ারাসহ সুদৃশ্য ওয়াটারবডি যার উপরে থাকবে দৃষ্টিনন্দন একটি সাঁকো এবং নিচে রঙিন মাছের সাঁতার শিশুদের বাড়তি আনন্দ দিবে।
নির্মাণাধীন এম্পিথিয়েটারে বসে শতাধিক অতিথি একই সঙ্গে অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি দৃষ্টিনন্দন জামদানি ফোয়ারার সৌন্দর্য উপভোগ করতে পারবে। নির্মাণাধীন শিশুকর্ণারে আগত শিশুদের আনন্দ উপভোগের পাশাপাশি নারায়ণগঞ্জসহ সারাদেশ সম্পর্কে তাদের জানার আগ্রহ তৈরি করবে।
ডিসি থিম পার্কের দেয়ালে স্থান পাচ্ছে মুক্তিযুদ্ধ, নারায়ণগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও সরকারের গৃহীত মেগা প্রকল্পের ছবিসমূহ।
একটি ইতিবাচক ও স্বপ্নময় নারায়ণগঞ্জ বিনির্মাণের ক্ষেত্রে এ ডিসি থিম পার্ক কার্যকর অবদান রাখবে।